আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বাগমারায় আবারো চিকিৎসকদের মাস্ক দিলেন এমপি এনামুল

 

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারো চিকিৎসকদের মাঝে কেএন-৯৫ মাস্ক বিতরণ করেছেন।
আজ রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টায় চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাঝে কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন তিনি।
করোনা ভাইরাসের কারনে কোন ব্যক্তি যেন চিকিৎসা বঞ্চিত না হয়, ডাক্তাররা যেন নিরাপদে যে কোন রোগীর চিকিৎসা করতে পারে, সেজন্য করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক প্রদান করেন এমপি এনামুল হক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা তৃণমূলের রোগীদের সেবা দিয়ে থাকেন৷ তাই তাদেরও করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে। সে কারণে তাদের কেউ এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ৩৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে ৫ শত পিস কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়। চাহিদা অনুযায়ী ব্যক্তিগত পক্ষ থেকে আরো মাস্ক সরবরাহ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন এমপি এনামুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও কাউন্সিলর হাসেন আলী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ