আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

বাবা হল এক অন্তিম আশ্রয়কেন্দ্র

 

আহনাফ আহম্মেদ :

 

আজ বাবা দিবস,দিনটি নিয়ে বলার জন্য অনেক কথায় মনের মনিকোঠায় আছে কিন্তু সেই ব্যাপার টায় লেখনীর মাধ্যমে তুলে ধরতে গিয়ে অনুধাবন করলাম,এ নিয়ে লেখার মত পুনাঙ্গ সৎ সাহস আমার নেই,আমি এ ব্যাপারে অপারগ।

বাবা নামক যেই সুপারম্যানকে কেন্দ্র করে আজকের দিবস,সেই মানুষটা যে আবার কোটি সন্তানের ভরসা,অন্তরের স্পন্দন,

আমার কাছে বাবা হল আশা,ভরসার সমার্থক শব্দ,সৃষ্টিকতার অসংখ্য নেয়ামতের মধ্যে বাবা অন্যতম।

বাবা মানে ত্যাগ,পৃথিবীতে ত্যাগীদের সমাহারে বাবাদের স্থান প্রথম সারির প্রথম স্থান না দিলে সেটা হবে কৃপনতার শ্রেষ্ঠ উদাহরণ।
বাবা হল নিরব অভিনেতা,কষ্ট লুকিয়ে তারাই শুধু পারে সন্তানের সামনে থাকার অভিনয় করতে,

বাবাদের কোন শ্রেণীভেদ হই না,একজন দিনমজুর বা হক সে বাদশা,বাবার রাজ্যে দুইজনেরই একটায় পরিচয় তারা বাবা।

বাবা হল একটা অন্তিম আশ্রয়কেন্দ্র!
পৃথিবীর সব দরজা যখন বন্ধ,
বাবা নামক এই এই আশ্রয়কেন্দ্রর দরজা খোলায় রয়ে যায় সন্তানের জন্য।

স্যালুট জানায় এই মহান মানবীয় ব্যাক্তি বাবার প্রতি।

বাবা ভালবাসি তোমাকে, কখনো তোমাকে বলার দুসাহস হয়ে উঠে নি তাই এবারের বাবা দিবসে সেই ভুল করি নি বলেছি,
“ভালোবাসি তোমাকে নিজের থেকেও বেশি”

বাবা দিবসের অঙ্গিকার হোক বৃদ্ধাশ্রম কে না বলি।

শিক্ষার্থী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ