আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

দোহারে সরকারি ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ৩১ জনকে অর্থদণ্ড

 

শহীদুল্লাহ্ (সুমন) – দোহার উপজেলা প্রতিনিধি : 

 

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্য বিধি না মানায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন)বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩১ একজনকে জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ও দোহার থানার এএসআই তুহিনুর রহমানসহ পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে জয়পাড়া বাজার, দোহার বাজার,মেঘুলা বাজারের ব্যবসায়ী ও পথচারীকে ১৭ মামলায় ৩১ জনকে ৬ হাজার ৪শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় জ্যেতি বিকাশ চন্দ্র বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করায় তাদেরকে সর্তক ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ