আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলের অরুয়াইল বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যাবসায়ীকে জরিমানা

 

 

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি:

 

 

সরাইলের অরুয়াইল বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে বাছির মিয়া নামে এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ২১ জুন রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম. মোসা ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন। এবং মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

মাংস বিক্রেতা বাছির মিয়া সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের পূর্বপাড়ার আফির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত বাছির মিয়া অরুয়াইল বাজারে গরু জবাই করে মাংস বিক্রির ব্যাবসা পরিচালনা করে আসছে।

উপজেলার অরুয়াইল ক্যাম্প ইনচার্জ,এস আই বাপন চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭০ কেজি মাংস সহ ব্যাবসায়ী বাছির মিয়া কে সরাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জব্দকৃত মাংস সরাইল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.জাহাঙ্গীর আলমের কাছে পাঠালে তিনি মাংসগুলোকে অসুস্থ প্রাণির মাংস সনদ দিলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস.এম মোসা মহোদয় ভ্রাম্যমাণ আদালতে বাছির মিয়াকে অসুস্থ গরুর মাংস বিক্রি করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অরুয়াইল ক্যাম্প ইনচার্জ এসআই বাপন চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭০ কেজি মাংস জব্দ করে ব্যাবসায়ীকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে গেলে স্যার উপজেলা প্রাণী সম্পদ অফিসারের অসুস্থ্য প্রাণীর মাংসের সনদের ভিত্তিতে ব্যাবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আর অসুস্থ গরুর মাংসগুলো জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব, বাজার ব্যাবসায়ী মো.আব্দুরুপ ও জুনাইদ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ