আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গাজীপুরকে সহসায় লকডাউন করা হচ্ছে না

 

মনিরুল ইসলাম মেরাজ। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

করোনা ভাইরাস আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা গাজীপুরের সব কয়টি উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষনা করা হয়। এরপর এরপর এলাকাভিিওক রেড, ইয়োলো ও গ্রীন জোনে ভাগ করে লকডাউন করার সিদ্ধান্ত হলেও জেলা প্রশাসক মোঃতরিকুল ইসলাম জানান এখনই গাজীপুরে কঠোর লকডাউন করা হচ্ছে না। কারন হিসেবে তিনি বলেন গাজীপুর জেলা একটি শিল্প নগরি হওয়ায় এখানে নানা ধরনের জরুরি প্রাণ রক্ষাকারি ঔষধসহ নানা ধরনের চিকিৎসা সামগ্রি তৈরি হয়ে থাকে। এছাড়াও জরুরি নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ দ্রবাদি সারা দেশে এখান থেকেই সরবরাহ করা হয়। তাই যদি লকডাউন বাস্তবায়ন করা হয় তাহলে এইসব জিনিসের সংকট দেখা দেবে।
এই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গির আলম জানান গাজীপুরকে লকডাউন করলে চিকিৎসা সামগ্রির সংকট দেখা দেবে। আবার যদি কারখানা খোলা রাখা হয় তাহলে ২২ লক্ষ শ্রমিক কাজ করবে। তাই এখনই লকডাউন করা যাচ্ছে না। তিনি জানান লকডাউনের ৭২ ঘন্টা আগে থেকে মাইকিং সহ নানা মাধ্যমে প্রচার করা হবে। তাছাড়া কেউ অপপ্রচার চালালে কঠিনভাবে দমন করা হবে বলে জানান তিনি। জেলা সিভিল সার্জন মোঃখায়রুজ্জামান জানান যেভাবে করোনা আক্রান্ত বাড়ছে গাজীপুরে সেভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাই তিনি সকলকে সতর্ক হ্ওয়ার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ