আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পত্নীতলায় গ্রামীণ রাস্তার বেহাল দশা,দূর্ভোগে এলাকাবাসী

 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নজিপুর- শিবপুর মূল সড়কে এসে সংযুক্ত হওয়া এক কিলোমিটার গ্রামীণ কাচাঁ রাস্তাটির বেহাল দশা, বেড়েছে জন দূর্ভোগ। এক কিলোমিটার রাস্তা একেবারে কাঁচা। রাস্তা বললেও ভুল হবে। অনেকটা ধান রোপণ করার উপযোগী ক্ষেতের মতো। গাড়ি তো দূরে থাক,পায়ে হেঁটে পার হওয়াই মুশকিল। তার পরও প্রয়োজনের তাগিদে ওই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ গ্রামবাসীকে। এই রাস্তা পার হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসির ।

রাস্তার এমন অবস্থার কারণে কোনো আত্মীয়স্বজনও এই গ্রামে আসতে চায় না। গভীর রাতে এই গ্রামের কারো প্রসববেদনা উঠলে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয় অন্তঃসত্ত্বাকে। আশে পাশের সকল সংযোগ সড়কগুলি পাকা হলেও অজানা কারণে এ গ্রামের রাস্তাটির হয়নি কোন উন্নতি । মাত্র এক কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন ডাঙ্গাপাড়া গ্রামের অধিবাসীরা। কাঁচা রাস্তার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুলগামী ছাত্রছাত্রীসহ এই অঞ্চলের জনসাধারণকে। স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার আশা দিলেও ১০/১৫ বছরেও পাকা করন হয়নি এ রাস্তাটি, তাই রাস্তাটির কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের।

এলাকাবাসী জানান, এই কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে যায়। রাস্তার মাটি এঁটেল হওয়ায় এবং ভুটভুটি ও পাওয়ার টিলার চলাচল করায় হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে। বর্তমানে এই রাস্তায় স্থানভেদে ১ ফুট পর্যন্ত কাদার গভীরতা আছে।

এই গ্রামের বাসিন্দা রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস ৩য় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন জানান আমাদের গ্রামে কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নজিপুর সদর, বামইল সহ আশে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে কমলমতি ছেলে মেয়েদের লেখা পড়া করতে যেত হয় রাস্তার এ দুরাবস্থার কারনে শিক্ষা ব্যবস্থা ব্যহত হয় । তাই আমি দ্রুত রাস্তাটি সংস্কারসহ পাকা করোনের অনুরোধ যানাচ্ছি ।

গ্রাসবাসী চান্দু জানান, বর্ষা মৌসুমে মাত্রাতিরিক্ত কাদার কারণে কোনো যানবাহন এই রাস্তায় চলাচল করে না। আমাদের খুব কষ্ট হয় তাড়াতাড়ি রাস্তাটি মেরামত করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা শাহ্ চৌধুরী বলেন এটা আমাদের কাজ নয় এমপি মহোদয়কে জানানো হয়েছে তিনি আশা দিয়েছেন আগামীতে কাজ হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ