আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং

সাভারে মাফু হত্যার আসামীরা আদালতে জবানবন্দি প্রদান করবে

বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম

সাভারে মাফু হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
গত রবিবার (১২ জানুয়ারি) সন্ধায় অন্ধ মার্কেটে মাফুকে ডেকে নিয়ে পিঠিয়ে হত্যা করে সাভার পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল মন্ডলের নেতৃত্ব এজাহারভুক্ত আসামীরা।
গতকাল (১৩ জানুয়ারি) সোমরাব নিহত মাফুর স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। রবিবার রাতভোর পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা আমির হোসেন, বাবু, ও দেলোয়ার।
সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন বলেন মঙ্গলবার আদালতে জবানবন্দি প্রদান করবে আসামীরা।
তিনি আরও বলেন ৩ জন আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। যদি ৩ জনের মধ্য কেউ জবানবন্দি প্রদান না করে তাহলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন মাফু হত্যা মামলার বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ