নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে সোহেল রানা বাবু (৩০) নামে এক ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার দুপুর ২টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলীহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা মানিকগঞ্জ জেলার ভাড়ারিয়া উত্তর পাড়ার আঃ আহাদের ছেলে।
সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি ধামরাইয়ে একটি ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোহেলসহ ৪ অজ্ঞাত আসামীর নামে থানায় মামলা (মামলা নং- ০২) দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল। পরে অভিযান চালিয়ে আজ একজনকে গ্রেফতার করা হয়।
ধামরাই থানায় ধর্ষণ মামলার আসামীকে হস্তান্তর করে বলেও জানায় র্যাব।