আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুর সদরে বাগাদীতে ভিক্ষুকদের পূনর্বাসনে নগদ অর্থ প্রদান

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

মামনীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচীর আওতায় চাঁদপুর সদররম উপজেলার বাগাদী ইউনিয়নে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের পূনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে ৪০জন ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার দুপুরে বাগাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০ জন ভিক্ষুকের মাঝে নগদ ২ হাজার ৮শ টাকা করে প্রদান করেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মহিববুল আহসান, ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসহাক গাজী, মনির গাজী, মাহফুজা বেগম, শাহানারা বেগম।

ভিক্ষুক পূনর্বসনের অর্থ বিতরণ পূর্বে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পূনর্বসনে এই টাকা দিয়েছেন। আপনারা এই টাকা দিয়ে কমপক্ষে ৫টি হাঁস, ৫টি মুরগী, বিভিন্ন শাক-সবজির বিজ কিনে বাড়ির আশেপাশে রোপন করবেন। আমরা আপনাদের বাড়িতে গিয়ে দেখবো যারা নির্দেশ পালন করবেন তাদের আরো সগযোগিতা করা হবে। আর যারা শুনবেননা তারা ভবিষ্যতে সহযোগিতার থেকে বঞ্চিত হবেন।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ