আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে করোনা উপসর্গে নিয়ে নারীসহ ৩ জনের মৃত্যু

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জুন) রাত থেকে বৃহস্পতিবার(১৮ জুন) সকাল ৭টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০), চাঁদপুর পৌর শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) ও চাঁদপুরে কর্মরত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন সুশীল সাহা। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি রাত ৯টার দিকে মারা যান।

রাত সাড়ে ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার লাভলী আক্তার। রাত সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মোহাম্মদ হোসেন করোনা উপসর্গ নিয়ে রাতে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সকালে মৃত তিনজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় বুধবার পর্যন্ত ৫১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১৪২ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ