আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁয় প্রায় ৭২ হাজার হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁ জেলায় চলতি আউশ মওসুমে ৭১‘ হাজার ৪শ ১৫ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এই লক্ষ্য পুরণে জেলার কৃষকরা তাঁদের জমিতে আউশ ধান রোপন করতে এখন ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ জেলায় আউশ ধান লাগানোর শেষ সময়। নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবিয়া নূর আহম্মেদ বলেছেন আউশ চাষের ক্ষেত্রে সরকারী প্রনোদনা পাওয়ায় কৃষকদের মধ্যে আউশ চাষের আগ্রহ যথেষ্ঠ রয়েছে। তিনি জানান এ বছর ৭১ হাজার ১শ হেক্টর জমিতে উন্নত ফলনশীল (উফশী)জাতের এবং ৩১৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের আউশ চাষের লক্ষমাত্রা নির্ধারিত রয়েছে।

এদিকে কৃষিভিভাগসুত্রে জানা গেছে জেলার ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৭৭ লক্ষ টাকা মুল্যের কৃষি প্রনোদনা প্রদান করার পরিকল্পনা রয়েছে। প্রনোদান হিসেবে প্রত্যেক কৃষককে ১ বিঘা করে জমির বিপরীতে এই প্রনোদান দেয়া হবে। প্রনোদান হিসেবে প্রতি কৃষককে ৩শ টাকা মুল্যের ৫ কেজি করে বীজ, ৩২০ টাকা মুল্যের ২০ কেজি করে ডিএপি সার এবং ১৫০ টাকা মুল্যের ১০ কেজি করে এমওপি সার বিনামুল্যে দেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ