আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

রাজশাহী বিভাগের করোনা রোগী এখন ২৯৩০জন, মৃত্যু ৩৪, সুস্থ ৬২০ জন

 

জিয়াউল, আনোয়ার
(রাজশাহী ব্যুরো):

 

করোনার প্রাদুর্ভাব যেন রাজশাহী বিভাগে দিন দিন বেড়েই চলেছে।
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা।
বর্তমানে রাজশাহী বিভাগে করোনায় সুস্থ হয়েছেন ৬২০জন। শতাংশের হারে ২১ দশমিক ১৬। রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা সুস্থ হয়েছেন ৪৯জন। জেলায় করোনায় সুস্থতার হার ৩১ দশমিক ৪১ শতাংশ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য এসব তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের তথ্য মতে, রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩০ জন। বিভাগে এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ৪২৮ জনকে।
করোনায় রাজশাহী বিভাগে সবথেকে বেশি আক্রান্ত বগুড়া জেলায়। বগুড়ায় আক্রান্ত হয়েছেন ১হাজার ৭০২জন। এদের মধ্যে করোনা জয় করেছেন ১৫৩ জন। সিরাজগঞ্জে মোট করোনা আক্রান্ত হন ২৩২ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৬জন। নওগাঁয় আক্রান্ত ২২০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন, জয়পুরহাটে আক্রান্ত ২৩৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৬ জন, নাটোরে আক্রান্ত ৯০ জন,সুস্থ হয়েছেন ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ৮০ জন, সুস্থ হয়েছেন ৪৭ জন, পাবনায় আক্রান্ত ২১২জনের মধ্যে করোনামুক্ত হয়েছেন ২৫ জন। রাজশাহীতে আক্রান্ত ১৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ছেন ৪৯ জন।

রাজশাহী জেলার করোনা আক্রান্ত ১৫৬জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫৮জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭জন। এছাড়া বাঘায় আক্রান্ত ১২জনের মধ্যে সুস্থ ৩জন, চারঘাটে ১৪জনের মধ্যে সুস্থ ২, পুঠিয়া আক্রান্ত ১১, সুস্থ ৯জন, দুর্গাপুরে ৫জনের মধ্যে সুস্থ ৩জন, বাগমারায় ১১জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫জন। মোহনপুরে আক্রান্ত ১৮জনের মধ্যে করোনা জয়ী ৫জন, তানোরে ১৭জনের মধ্যে সুস্থ ১২, পবায় ৯জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩জন। গোদাগাড়ীতে ১জন আক্রান্ত এখনো চিকিৎসাধিন রয়েছেন।
রাজশাহীতে এ পর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিটি কর্পোরেশনের ১জন, বাঘার ১জন এবং মোহনপুরের ১জন রয়েছেন।

এছাড়াও রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে ভর্তি আছেন ৪২৮ জন। এদের মধ্যে নওগাঁর ৮ জন, জয়পুরহাটের ১১৯ জন, বগুড়ার ১৮১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, রাজশাহীর ২২ জন, সিরাজগঞ্জের ৩ জন এবং পাবনার ৭ জন।

বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু বরণ করেছে ৩৪ জন। এদের মধ্যে নওগাঁর ৩ জন, বগুড়ার ১৯ জন, নাটোরের ১ জন, রাজশাহীর ৩ জন, সিরাজগঞ্জের ৩ জন এবং পাবনার ৫ জন করোনায় মৃত্যু বরণ করেছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে নতুন ২২৫ জন করোনা রোগীর মধ্যে ১৮৬ জনই শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১১, নাটোরে ৪, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ২০ এবং পাবনায় নতুন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ