নিজস্ব প্রতিবেদক
ভাকুর্তায় প্রভাবশালী ভূমিদস্যু ব্যক্তির বিরুদ্ধে নদীর জমি দখল করে ভবন করার অভিযোগ উঠেছে। সাভার থানার ভাকুর্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সোলাই মার্কেট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর জমিতে বহুতল ভবনের জন্য পাইলিং করা হয়। রবিবার(১২ জানুয়ারি) সরজমিনে গিয়ে দখলের চিত্র দেখা যায়।
স্থানীয়রা বলেন প্রভাবশালী ভূমিদস্যুরা নদীর জমি দখল করে ভবন করে আসছে দীর্ঘ দিন ধরে।
নদীর জমি দখলের বিষয়ে জানতে চাইলে সাইফুল্লাহ বলেন তার রেকর্ড এর জমিতে ভবন করার জন্য পাইলিং করা হচ্ছে। তিনি আরও বলে সরজমিনে এসে দেখতে।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মাজাহার হোসেন বলেন তিনি সাইফুল্লাহ কে নদীর জমিতে ভবনের কাজে বাধা দেওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান কে নদীর জমি দখল করে ভবন করার বিষয়ে অবগত করা হলে তিনি বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।