আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রায়পুর পৌর সভায় টানা ২য় দিন কঠোর লকডাউন

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরে মাননীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় সারা দেশকে করোনার পাদুর্ভাব ঠেকাতে তিনটি জোনে ভাগ করে।তিনটি জোন হলো রেড জোন, ইয়োলো জোন এবং গ্রীন জোন। দেশের ৫০ টি জেলা এবং ৪শ’ টি উপজেলা রেড জোনের আওতাধীন।রেড জোনের আওতায় যে জেলা, উপজেলা, এলাকা পড়েছে সেখানে দেওয়া কঠোর লকডাউন।

এই তিনটি জোন ভাগ করা হয়েছে মুলত গত ১৪ দিনে যেসব যায়গায় নমুনার রেজাল্ট ১০ শতাংশের বেশি সেগুলোকে রেড জোন, নমুনার রেজাল্ট ৫ শতাংশের বেশি সেগুলো ইয়োলো জোন এবং নমুনার রেজাল্ট ৫ শতাংশের কম সেগুলো গ্রীন জোনের আওতাধীন। দেশের ৫০ টি রেড জোন জেলার মধ্যে লক্ষীপুর জেলার নামও রয়েছে।লক্ষীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে ৩ টি উপজেলা পুরো রেড জোনের আওতাধীন আার জেলার রায়পুর এবং রামগতি এই দুই উপজেলার শুধু পৌরসভার এলাকা রেড জোনের আওতাধীন।

এই তথ্য গণমাধ্যম কে জানান জেলা প্রশাসক অন্জন কুমার পাল।

১৬ ই জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ শে জুন রাত ১২ টা পর্যন্ত রায়পুর পৌরসভার আওতায় অন্তর্ভুক্ত এলাকাকে লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাবরীন চৌধুরী।

এই লকডাউন যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবেও বলে জানিয়েছেন শাবরীন চৌধুরী।

রায়পুর পৌরসভার লকডাউন কার্যকর করতে আজ সকাল থেকে বাজারের সব পটকে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং সেচ্ছাসেবী টিম।এছাড়াও সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার শাবরীন চৌধুরী এবং রায়পুর পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল খোকন কে দেখা গেছে বাজারের সবখানে নজরদারি করতে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ