আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনলাইন কালচারাল প্রোগ্রাম ২০২০

 

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস এর কারনে সারা দেশে চলছে অঘোষিত লক ডাউন। এই লক ডাউন এর #We R SCPScian এর পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন কালচারাল প্রোগ্রাম। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ যারা বর্তমান ও সাবেক শিক্ষার্থী রয়েছে সকলেই অংশগ্রহণ করতে পারবে এই আয়োজনে। বিষয়ঃ-১) নাচ,২) গান,৩) আর্ট ৪)ফটোগ্রাফি,৫)লেখালেখি ৬)আবৃত্তি,৭)ডিবেট

যেভাবে এই কম্পিটিশন হবেঃ-১) নাচ
*নাচের ক্ষেত্রে প্রতিযোগিকে প্রথমে নাচ ভিডিও করে আমাদের হোয়াটস অ্যাপ এ পাঠাতে হবে।
*নাচ পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*অবশ্যই বাংলা গানে নাচতে হবে।
**রেকর্ড করা ইন্সট্রুমেন্ট এর শব্দ ব্যবহার করা যাবে না তবে নিজে যে কোন ইন্সট্রুমেন্ট বাজিয়ে গান গাইতে পারবে।
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*একজন ৫ টির বেশি নাচ এর ভিডিও জমা দিতে পারবে না।
*আমাদের বিচারক সকল প্রতিযোগির থেকে বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।
*নাচ জমা দেওয়ার সময় অবশ্যই সাথে পুরো নাম_SSC/HSC Batch_ফোন নম্বর_Fb link দিতে হবেযেমনঃ আবির আহম্মেদ_SSC2020_019********_http//facebook.com

২)গান
*গানের ক্ষেত্রে প্রতিযোগিকে প্রথমে গান গেয়ে তা ভিডিও করে আমাদের হোয়াটস অ্যাপ এ পাঠাতে হবে।
*গান পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*বাংলা/হিন্দি/ইংরেজি গান গাইতে পারবে।
*একজন ৫ টির বেশি গান এর ভিডিও জমা দিতে পারবে না।
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*আমাদের বিচারক প্রতিযোগির থেকে ৩ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।
*গান জমা দেওয়ার সময় অবশ্যই সাথে পুরো নাম_SSC/HSC Batch_ফোন নম্বর_Fb link দিতে হবে
যেমনঃ আবির আহম্মেদ_SSC2020_019********_http//facebook.com

৩)আর্ট
*আর্ট করে তা স্ক্যান/ছবি তুলে আমাদের ইমেইল এ পাঠাতে হবে।
*আর্ট পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*যে কোন বিষয়ে ছবি জমা দেওয়া যবে।
*একজন ১০ টির বেশি আর্ট জমা দিতে পারবে না।
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*কারো ছবি কপি বা চুরি করে জমা দেওয়া যাবে না।
*আমাদের বিচারক প্রতিযোগির থেকে ৩ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।
*প্রথম ৩০ টি ছবি আমাদের পেইজ থেকে আপলোড করা হবে তার থেকে সব চাইতে বেশি শেয়ার/লাইক/কমেন্ট প্রাপ্ত ১০টি ছবি পাবে সার্টিফিকেট।
*আর্ট জমা দেওয়ার সময় অবশ্যই সাথে পুরো নাম_SSC/HSC Batch_ফোন নম্বর_Fb link দিতে হবে

যেমনঃ আবির আহম্মেদ_SSC2020_019********_http//facebook.com

৪)ফটোগ্রাফি

ক্যটাগরিঃ
A- Mobile Camera/Tablet/Digital Camera
B- DSLR

*ছবি আমাদের ইমেইল এ পাঠাতে হবে।
*ছবি পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*যে কোন বিষয়ে ছবি জমা দেওয়া যবে।
*একজন ১০ টির বেশি ছবি জমা দিতে পারবে না।
*ছবি অবশ্যই ৫ এমবি বা এর কম হতে হবে
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*কারো ছবি কপি বা চুরি করে জমা দেওয়া যাবে না।
*আমাদের বিচারক প্রতিযোগির থেকে ৩ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।
*প্রথম ৩০ টি ছবি আমাদের পেইজ থেকে আপলোড করা হবে তার থেকে সব চাইতে বেশি শেয়ার/লাইক/কমেন্ট প্রাপ্ত ১০টি ছবি পাবে সার্টিফিকেট।
*ফটোগ্রাফি জমা দেওয়ার সময় অবশ্যই সাথে পুরো নাম_SSC/HSC Batch_ফোন নম্বর_ক্যটাগরি_Fb link দিতে হবে

যেমনঃ আবির আহম্মেদ_SSC2020_019********_A_http//facebook.com

৫) লেখালেখি

*লেখা আমাদের ইমেইল/Whats app/পেইজে মেসেজ এ পাঠাতে হবে।
*লেখা পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*যে কোন বিষয়ে লেখা জমা দেওয়া যবে।
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*কারো লেখা কপি বা চুরি করে জমা দেওয়া যাবে না।
*আমাদের বিচারক প্রতিযোগির থেকে ৩ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*ইংরেজি/বাংলা গ্রহণ যোগ্য।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।

৬)অনাবৃতি

*অনাবৃতি করে তা ভিডিও আকারে আমাদের ইমেইল/Whats app/পেইজে মেসেজ এ পাঠাতে হবে।
*ভিডিও পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন এর জন্য আমাদের পেইজে মেসেজ করতে হবে।
*যে কোন কবিতা জমা দেওয়া যবে(নিজের লেখা কবিতাও অনাবৃতি করা যাবে)।
*বিতর্কিত কোন কিছু গ্রহণ যোগ্য নয়।
*আমাদের বিচারক প্রতিযোগির থেকে ৩ বিজয়ীদের নাম ঘোষণা করবেন।
*ইংরেজি/বাংলা গ্রহণ যোগ্য।
*প্রথম ৩ জন বিজয়ী পাবেন সার্টিফিকেট ও ক্রেস্ট।

পুরস্কারঃ

১)সার্টিফিকেট
২)ক্রেস্ট
৩)প্রাইজ মানি (প্রতি পর্বের প্রথম ১ জন এর জন্য)
৪)বিজয়ীদের নিয়ে লেখা প্রকাশ হবে দৈনিক আগামীর সংবাদ পত্রিকায় ও ছবিঘরের ম্যাগাজিনে।
৫)যে লেখাগুলো ১ম,২য় ও ৩য় স্থান গ্রহণ করবে সেগুলো প্রকাশিত হবে দৈনিক আগামীর সংবাদ পত্রিকায়।
৬)আরো অনেক আকর্ষণীয় পুরস্কার।

বিচারকগণঃ
১)গান- বলরাম মিত্র
২) নৃত্য – মুক্তা চক্রবর্তী
৩) আর্ট – আদেল আহমেদ
৪)ফটোগ্রাফি- আশরাফুল আলম শোভন
গান/নাচ/ফটোগ্রাফি/আর্ট জমা দানের
ইমেইল:
chobighor.savar.dhaka@gmail.com
Whats app: 01980529756( ছবিঘর)

জমা দানের তারিখঃ ১৮ জুন-৩০ জুন
বাছাই পর্বের প্রাথমিক ফল প্রকাশঃ ০৫ জুলাই

#অনলাইন মিডিয়া পার্টনারঃ দৈনিক আগামীর সংবাদ
#ইভেন্ট স্পনসরঃ ছবিঘর

#শুধু সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে যারা পড়াশোনা করেছে এবং এখনো করছে শুধু তারাই অংসগ্রহণ করতে পারবে।
#একজন একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
যে কোন প্র‍য়োজনে মেসেজ করুন আমাদের we r SCPSCian পেইজে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ