আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ধামরাইয়ে অজ্ঞাত বৃদ্ধাকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত (৬০) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকালে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকা একটি ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ

ধামরাই থানা পুলিশ জানায় উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় শহিদুলের বাড়ির পাশের খালের পানির মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে লাশটি উদ্ধার করে।

শনিবার রাত ১১ ঘটিকার সময় ধামরাই থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং মৃত্যুর কারন জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারন।
ধামরাই থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ