আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

কচুয়ায় রাস্তায় বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ১

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার কচুয়ায় বাড়ির পাশের রাস্তায় বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এতে ফখরুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছে।

১৫ই জুন সোমবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে সফিকুর রহমান তার ঘরের পাশের রাস্তার উপর দিয়ে পাশের বাড়ির বৃষ্টি পানি প্রবাহ বন্ধ করতে রাস্তায় বাঁধ দেয়। বাঁধ দেওয়ার বিষয়টি নিয়ে পাশের একই বাড়ির রাস্তার দক্ষিন পাশের প্রতিবেশির সাথে ফখরুল ইসলামের সাথে বাক বিতন্ডা তৈরি হয়।

এ সময় পাশের ফখরুল ইসলামের বাড়ির মনু মিয়ার মেয়ের জামাই কামরুল দুজনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সফিকুল ইসলাম ফখরুল ইসলামের মাথায় ঘুষি মারে। এর কিছুক্ষণ পরেই ফখরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে কচূয়া থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফখরুল ইসলামের স্ত্রী জানান, তার স্বামীকে সফিকুল ইসলাম ঘুষি দিলে সে অসুস্থ্য হয়ে পড়ে। আমরা তাকে ধরাধরি করে কচূয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ (অলি) বলেন, ফখরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ