আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তা ধীরগতিতে উন্নয়ন

 

 

হাসিবুল হাসান ইমু :   

 

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার কারণে প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সোমবার (১৫ জুন) দুপুরে সরেজমিন গিয়ে এই ভোগান্তির চিত্র সামনে আসে। সাভার পাবলিক লাইব্রেরির সামনের পিচের রাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে চলে আসা রাস্তাটি ভেঙ্গেচুরে কাদাপানিতে একাকার হয়ে আছে। রিক্সা এবং অটোরিকশা সহ অন্যান্য যানবাহনে করে রোগী এবং তাদের স্বজনদের এই রাস্তা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে যথেষ্ট বেগ পেতে হয়। কাদায় যানবাহনগুলো আটকে যায়। বাধ্য হয়ে এর ভিতর দিয়েই রোগীদের হেঁটে সরকারি এই হাসপাতালে আসা যাওয়া করতে হয়। ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশু, নারী, বৃদ্ধ এবং অন্তঃসত্ত্বা মায়েদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।

এব্যাপারে এই রাস্তা দিয়ে চলাচলরত একজন অটোরিকশা চালককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই রাস্তা দিয়ে যাতায়াতে অনেক কষ্ট হয় তাদের। কাদার ভিতরে চাকা আটকে যাওয়া সহ আরও অনেক সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন।

একজন অন্তঃসত্ত্বা মাকে সাথে নিয়ে আসা রোগীর এক স্বজন এব্যাপারে জানান, সামান্য একটু রাস্তা এতদিন এভাবে অবহেলায় পড়ে আছে এটা দুঃখজনক। আমার সাথে প্রেগন্যান্ট রোগী নিয়ে এসেছি, রাস্তার মাঝে রিক্সা কাদায় আটকে গেলো। এরপর হেঁটেই আসতে হয়েছে হাসপাতাল পর্যন্ত।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, এই রাস্তার বিষয়ে মাননীয় পৌর মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া শুনেছি এই রাস্তার টেন্ডার হয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিও আহবান জানাই দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করার জন্য।

এ বিষয়ে মুঠোফোনে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি জানান, ওই রাস্তার কাজ অলরেডি শুরু হয়েছে এবং কাজ চলমান আছে। তবে বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা এবং খুব দ্রুত কাজ শেষ করা হবে।

তবে এভাবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি জরুরী সেবামূলক প্রতিষ্ঠানে আসা যাওয়ার রাস্তার বেহাল দশায় দুঃখ প্রকাশ করেছেন এখানে সেবা নিতে আসা রোগীর আত্মীয়স্বজনরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ