আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সরাইলের অরুয়াইলের বিভিন্ন এলাকায় দোকান পাট বন্ধে পুলিশের অভিযান অব্যাহত

 

হাসনাত কাইয়ুম, সরাইল প্রতিনিধি:

 

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধি ও দোকান পাট বন্ধে অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেনের অভিযান অব্যাহত।

অাজ ১৫ জুন সোমবার বিকাল ৪ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার ও গ্রামের ভেতরের দোকান পাট বন্ধে ও মানুষকে সচেতন করে তুলতে ও ঘরমূখী করতে অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন এর নেতৃত্তে পুলিশ ফাড়ির সঙ্গীয় ফোর্স সহ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান কালে এস আই জাকির হোসাইন সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল ও মাস্ক ব্যবহারের তাগিদ দেন। তিনি বলেন দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযাযী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতাই এর অন্যতম প্রতিরোধ ব্যবস্থা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগের বিস্তার রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।

অভিয়ান চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, অরুয়াইল ক্লাস্টার সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন ও সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রুবেল প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ