আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়ায় ১টি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক  

 

ঢাকার আশুলিয়ায় বারইপাড়া এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১ টার দিকে বারইপাড়ার ইসলাম সুপার মার্কেটের নিচ তলায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, স্থানীদের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আমাদের দুটো ইউনিট খুব দ্রুত চলে আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মার্কেট মালিক সহিদুল ইসলাম আকাশ বলেন, আমার মার্কেটের উপর ভাড়া বাসা সেখানে অনেকই ভাড়া থাকে। আগুন দ্রুত নিভে যাওয়াতে উপরে থাকা মানুষগুলোর কিছু হয়নি। মার্কেটের মোট ৬৫টি টা দোকান ছিলো এর মধ্য ১৫টা দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের অফিসার কবিরুল আলম আরও বলেন তদন্তকরে দেখা হবে কি কারনে আগুন লেগে ছিলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ