আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁ আত্রাই নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিতি আক্তার (১০) চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে সে ডুবে যায়। এদিকে রাজশাহীর একটি ডুবুরী দল ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তার সন্ধান করছে। তবে বিকেল ৫টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিতি আক্তার উপজেলার আটগ্রাম গ্রামের প্রবাসী ফজলুর রহমানের মেয়ে ও উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণির শিশুকন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর। সাথে সাথে এস আই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিতি আক্তার সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার ফুফাতো বোন জুতি আক্তারকে সাথে নিয়ে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাাঁতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।

এ বিষয়ে রাজশাহী ডুবুরি দলের লিডার নুর-নবী বলেন, আমাদের কাছে খবর পৌছার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে দুপুর ১টা থেকে নদীতে নিখোঁজ শিশুকন্যার সন্ধানে অভিযান অব্যাহত রখেছে। আশা করছি আমরা নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হব। তিনি আরও বলেন, তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ