আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পটুয়াখালীতে ৫টি ওয়ার্ড রেড জোন ঘোষনা

 

খান ইমরান :

পটুয়াখালীতে করোনা পজিটিভ রোগী হু হু করে বেড়ে পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছে পটুয়াখালী জেলা কমিটি।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোঃ জাহাংগীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার সহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২, ৩, ৬, ৭ এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন। ৪ এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১ ও ৯ নং ওয়ার্ডকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় করোনা প্রতিরোধ কমিটির কাছে লকডাউনের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

এদিকে পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০ জন। এর মধ্যে ১০জন মারা গেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ