আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২০ পালন

 

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২০ পালিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও নওগাঁ জেলা শাখার নির্দেশে ফলদ, বনজ ও ওষুধী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু উজ্জ্বল এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সোমবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ৫৩ নং পাথাইল ঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষ রোপণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সুইট দত্ত,সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও ৫৩নং পাথাইল ঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমৎ জাহান সহ অনেকে।
নওগাঁ -৬ (আত্রাই, রাণীনগর) আসনের সংসদ সদস্য মো.ইসরাফিল আলম আত্রাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই বৃক্ষ রোপণ কর্মসূচি কে স্বাগত জানিয়ে বলেন,প্রকৃতির ভারসম্য রক্ষা করতে বৃক্ষের ভুমিকা অপরিসীম, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় যা থেকে আমরা এই পৃথিবীতে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি? তাই শুধু এই বৃক্ষ রোপণ কর্মসূচি ঘিরে নয় দেশের প্রত্যেক নাগরিককে তিনি একটি করে বৃক্ষ রোপণ করতে বলেন।

বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পর্কে সভাপতি আবু উজ্জল বলেন, মুজিব বর্ষকে ঘিরে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো!৩ মাস ব্যাপি এ কার্যক্রম অব্যহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ