আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশালে দিনমজুরকে কুপিয়ে হত্যা,  আটক ১

 

খান ইমরান :

 

তুচ্ছ ঘটনার জের ধরে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মামুন মাতুব্বর নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী যুবক। এই ঘটনায় ঘাতক যুবক রাব্বী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রূপাতলী রাঢ়ী বাড়ী মসজিদ সংলগ্ন তাকে দিনমজুরকে কুপিয়ে জখম করা হলে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত দিনমজুর মামুন মাতুব্বর নগরীর রূপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাষানী সড়কের মৃধা বাড়িতে আল আমিনের বাড়ির ভাড়াটিয়া এবং পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই গ্রামের সোহবাহান মাতুব্বরের ছেলে।

এছাড়া ঘাতক যুবক রাব্বী মৃধা ওরফে কৈতর রাব্বী রূপাতলী মাওলানা ভাষানি সড়কের বাসিন্দা আব্দুর রশিদ মৃধার ছেলে বলে জানিয়েছেন মহানগরীর কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম।

তিনি জানান, ‘নিহত মামুন মৃধা পেশায় একজন দিনমজুর ছিলেন। দুই সন্তানের জনক মামুন কখনো রাজমন্ত্রী, কখনো কাঠের ব্যবস্থা করতেন। এক এলাকায় বসবাসের সুবাধে রাব্বীর সাথে পরিচয়।

গ্রেফতারকৃত রাব্বীর বরাত দিয়ে ওসি বলেন, ‘রাব্বী কবুতর পালতো। মামুন মাতুব্বর প্রায় সময় তার কবুতরের গায়ে এবং খোপে ঠিল ছুড়তো। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

এর জের ধরে সন্ধ্যার দিকে রূপাতলী রাঢ়ী বাড়ী এলাকায় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় মামুন বেপারীকে কুপিয়ে জখম করে রাব্বী মৃধা। এতে গুরুতর আহত মামুনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

এর এক পর্যা‌য়ে রা‌ব্বি ধারা‌লো অস্ত্র দি‌য়ে মামুন‌কে কু‌পি‌য়ে গুরুত্বর জখম ক‌রে। প‌রে স্থানীয়রা মামুন‌কে উদ্ধার ক‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। সেখা‌নে রাত ৮ টার দি‌কে তার মৃত্যু হয়। এ ঘটনায় যথাযথ আই‌নি ব্যবস্থা নেয়া হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পু‌লিশ।

ওবি বলেন, ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ঘটনার কিছু সময়ের মধ্যেই রাব্বীকে গ্রেফতারে সক্ষম হন তারা। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে রাব্বীর ভাস্যমতে কবুতর নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে দাবি করা হলেও স্থানীয়দের অভিযোগ ভিন্নটা। স্থানীয় জানান, ‘মুলত মাদকের টাকা নিয়ে তাদের দু’জনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। মাদক সেবনের টাকা না পেয়ে মামুনকে কুপিয়ে জখম করে রাব্বী। এতেই তার মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ