নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় গলায় ফাঁস দিয়ে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। নিহত সম্রাটের গ্রামের বাড়ি পাবনা জেলায় এবং তিনি আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর এলাকার জনৈক ইমরানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশীরা যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কি কারনে আত্নহত্যা করেছে এখনও কোন কারন জানা যায়নি। আশুলিয়া থানার উপপরিদর্শক সেলিম রেজা জানায় একটি অপমৃত্যু মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।