আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক

 

আনিছুর রহমান : 

ফেসবুক সামাজিক বন্ধনের অপূর্ব দেয়াল-
এখানে সবাই বুদ্ধিজীবী
সবাই সচেতন মানুষ,
বিরোধী মাত্রই অসচেতন।
বিতর্কের বিশাল চত্বরে ;
নির্বুদ্ধিজীবীর জায়গা হয়তো নেই।
সনাতনপন্থি বলছেন : কালের কলঙ্করেখা।
উটকোমুখির বিবিধ বয়ানে বিভ্রান্তির শেষ নেই।
বক্তব্যের নানা পথ জুড়ে থাকে মননের ছায়া,
কারুকার্যময় শারীরিক উপস্থিতি বলে দেয় ব্যক্তিত্বের একাধিক মাত্রা।
যত্রতত্র ভাষা-বানানের ভুল প্রয়োগের নিদারুণ ক্যানভাস।
যে কখনো অসীম সাহসে বসতে পারেনি পেছনের বেঞ্চে ;
এগিয়ে আসেনি কোনো এক দুঃসাহসিক কাজে;
সেও ঠিক করে দেয় : রাশিয়ার ফরেন পলিসি, ভার্সুয়াল মর্তে বসে ভুল ধরে অমর্ত্য সেনের।
পাড়ার ছেলেরা মহল্লার সরু পথে খেলার সময় যাকে দলে নিতো –
শুধু নর্দমার পঁচা জল থেকে বল কুড়ানোর দরকারে;
সেও কিনা সমালোচনা করে মাশরাফি-বিন-মোর্তজার ক্যাপ্টেনসি নিয়ে।
‘ফেসবুক ‘, সামাজিক বন্ধনের অপূর্ব দেয়ালে;
সংযতবাক সংখ্যায় ভীষণ দুর্লভ।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ