আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

একদিন পাবে তুমি মুক্তি ঘুমকুমারী

 

নিজস্ব প্রতিবেদক:

যদি কোন একদিন হুট করে শুনতে পাও,’ প্রান্ত বাবু’ আর নেই এই পৃথিবীতে, সবকিছু ছেড়ে চলে গেছে। সকল মায়া, অভিমান, ভালবাসা নিয়ে হারিয়ে গেছে। সেদিন কি তুমি একটুও মন খারাপ করবে আমার জন্য..? কিংবা অঝোরে কান্না করবে? নাকি অন্য সকলের মতো স্বাভাবিক ভাবেই নিবে?

যেদিন দুনিয়াটি ছেড়ে চলে যাবো, সেদিন আমি হয়ে যাবো সকলের নিকটে ‘লাশ’।
সেদিন তুমি আমাকে আর ‘প্রান্ত বাবু’ বলে ডাকবে না, ডাকবে শুধু ‘লাশ’ বলে।

সেদিন থেকে তিক্ত বেদনা নিয়ে তোমার সামনে আর হাজির হবোনা। তুমিও আমার সামনে এসে একরাশ অভিমানের মায়াছলে অভিযোগ-অনুযোগ করতে পারবে না! পরম শান্তিতে থাকতে দিবো তোমায়, বিরক্ত হতে দিবো না, অবহেলাও করতে পারবে নাহ আর..!!

সেদিন থেকে ঘুমকুমারী আমার পাগলীটা মুক্তি পাবে, সেদিন থেকে আর কষ্ট পেতে হবে না প্রান্ত বাবুর জন্য তোমাকে।

সেদিন থেকে সকল মায়া তুমি বিদায় করে কিছু স্মৃতি নিয়ে বেঁচে থাকবে আর একটা সময় সকল স্মৃতি ভুলে গিয়ে তুমি তোমার মত করে বাঁচবে।

আমি ঘুমিয়ে যাবো সারা জীবনের জন্য, ভুলে যাবে সকল রাগ অভিমান ও ভালোবাসা।

আর একটা গল্পের সমাপ্তি ঘটবে।

লেখক ও সাংবাদিক:শাহিনুর ইসলাম প্রান্ত

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ