আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহীর বাগমারা উপজেলায় চেয়ারম্যান ও ইউএনও ছয়শ ফুট হেরিংবন্ড রাস্তা তৈরীর শুভ উদ্ধোধন করেন

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামে হেয়ারিংবন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রভাষক এবং সাংবাদিক নুর কুতুবুল আলমের সঞ্চালনায় আজ মঙ্গলবার বেলা ১ টায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ( এডিপি ) আওতায় হেয়ারিংবন্ড রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
গ্রামের নার্গিস শাহের বাড়ি হতে রেজাউল মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ছয় শত ফিট রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। এ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাডম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার জান মোহাম্মদের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি থেকে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সানোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মাস্টার, অবসর প্রাপ্ত প্রাণি সম্পদ সহকারী ( ইউএলএ) আব্দুর রহমান মন্ডল, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান বাবু,ইউপি সদস্য আকবর আলী, লোকমান হাকিম, আবুল হোসেন,বাহার আলী বারু,আফজাল হোসেন,আলম,
মহিলা সদস্যা কহিনূর বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদুল্লাহ, আতাউর রহমান মাষ্টার,আব্দুল কাদের বিএসসি, মোজাম্মেল হক মাষ্টার,১ নং ইউনিট আ’লীগ সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম শাহ, ঠিকাদার নজরুল ইসলাম,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কহিনূর কন্স্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। পরিশেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আইয়ুব আলী ফৌজদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ