নিজস্ব প্রতিবেদক
ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আনসার আলী নামের এক রিক্সা চালক নিহত।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের আনসার আলী জয়পুরহাট জেলার পাচবিবি থানার রাধাবাড়ি এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, ওই রিকশাচালক রাস্তার মাঝখান দিয়ে বিশমাইলের দিকে যাচ্চিলো। এসময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, ওই রিকশা চালককে সকালে দ্রুতগতির একটি ঢাকাগামী অজ্ঞাত বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। রিকশাটি রাস্তা মাঝখানে পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয় কোন এক অজ্ঞাত বাস।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ও পুলিশ জানায়।