আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মতলবে ওএমএস এর চাল চুরি করে বিক্রি  ডিলারসহ ২ জনকে জরিমানা

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

মতলব দক্ষিণ উপজেলায় সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর ১০ টাকা কেজি দরের চাল চুরি করে বিক্রি করার অপরাধে ডিলার জাহাঙ্গীর সরকার ও তার সহযোগী মাকসুদ পাটোয়ারীকে উভয়কে এক লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ৮ই জুন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও ফাহমিদা হক এ অর্থদন্ড প্রদান করেন।

তথ্য সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল ওই ডিলার ও তার সহযোগী চুরি করে বাজারের তিনজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ৩ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি থেকে চাল ও নগদ ৬ হাজার টাকা জব্দ করেন। পরে এ তিন ব্যবসায়ীর স্বীকারোক্তি মতে ওই ডিলার ও তার সহযোগীর চাল বিক্রির বিষয়টি বেরিয়ে আসে।

সূত্রে আরো জানা যায়, জাহাঙ্গীর সরকার মতলব বাজারের (১, ২, ৩নং ওয়ার্ড) সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর ১০ টাকা কেজি দরে চালের অনুমোদিত ডিলার। সোমবার সকালে তিনি ও তার সহযোগী প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে চুরি করে বাজারের মুদি ব্যবসায়ী ও দুই ফার্নিচার ব্যবসায়ীর কাছে এ চাল বিক্রি করেন।

মুদি ব্যবসায়ী জামাল হোসেন এবং ২ ফার্নিচার ব্যবসায়ী আলী আক্কাস ও নবীর হোসেনের নিকট ১০০ কেজি করে ৩০০ কেজি চাল বিক্রি করেন। ক্রেতা জামাল হোসেন সেই চাল মুদি দোকানে আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখেন। অপর ফার্নিচার ব্যবসায়ী নবীর ও আলী আক্কাস নিজেরা খাওয়ার জন্যে নিজেদের দোকানেই রাখেন। এ খবর পেয়ে গতকাল দুপুরে মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই তিন ক্রেতার দোকানে ও বাড়ি থেকে চোরাইকৃত চাল হাতেনাতে জব্দ করা হয়।

চালের তিন ক্রেতা বলেন, আমরা জানতাম না এ চালগুলো সরকারি চাল। চালের ব্যবসায়ী হিসেবে চিনি বলেই তাদের কাছ থেকে চাল ক্রয় করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করার দায়ে ডিলার জাহাঙ্গীর সরকার ও তার সহযোগী মাকসুদ পাটোয়ারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ডিলারশিপ বাতিল করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ