আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

চাঁদপুরে  আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে,  জেলা প্রশাসক

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

নোবেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে গতকাল ৮ই জুন সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভা করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এসময় জেলা করোনা বিষয়ক প্রতিরোধ কমিটির সদস্যরা যার যার জায়গায় অবস্থান করে এ সভায় অবস্থান নেন।
এসময় সভায় আরো উপস্হিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও সিনিয়র সচিব শাহ কামালসহ সরকারের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তাগণ।

এসময় সভায় সবার আলোচনাক্রমে সিদ্ধান্ত নেয়া হয় এখন থেকে আর পুরো জেলা বা উপজেলা লকডাউন করা হবে না। বরং যেসব বাসায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা অবস্থান করবে সেসব বাসা এবং আশপাশের কয়েকটি বাসা লকডাউন করা হবে।

এক্ষেত্রে চাঁদপুর শহরে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির বাড়ি আর গ্রাম পর্যায়ে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ এর আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়। এটি বাস্তবায়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্যে সরকার দলীয় ডেডিগেটেড নেতা-কর্মীরাও স্বেচ্ছায় এগিয়ে আসবেন বলে সভায় আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরো অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

সভা শেষে জেলা প্রশাসক জেলার সকল শ্রেণির মানুষের সহযোগিতা চেয়ে বলেন সবাই সবার স্হান থেকে নিরাপদ থাকুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ