আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

নেট ইম্প্যাক্ট’র তৃতীয় সেশন আয়োজন করা হচ্ছে ১০ই জুন 

 

 

ক্যাম্পাস প্রতিনিধি: উম্মে হানী : 

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করতে চলেছে নেট ইম্প্যাক্ট এর তৃতীয় অনলাইন সেশন । যেখানে কোভিড-১৯ এর -“মহামারী পরিস্থিতিতে মননশীল নেতৃত্ব” নিয়ে আলোচনা করা হবে।

এই সেশনের বক্তা হিসেবে থাকছেন, মেঘনা আলম (মিস বাংলাদেশ,মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড) এবং আশিক আলম (সহ সভাপতি ও দলীয় প্রধান, সম্পর্ক সমর্থক ,কর্পোরেট ব্যাঙ্কিং ইন মাল্টিন্যাশনাল ব্যাংক)
সেশনটি পরিচালনা করবেন কামরুজ্জামান দিদার (বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ)

উক্ত সেশনটি ১০ই জুন রোজ বুধবার সন্ধ্যা ০৭.০০ – ০৮.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। সেশনটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রনারশিপ এর অফিশিয়াল পেইজ এবং নেট ইম্প্যাক্ট এর পেইজ হতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট।

নেট ইম্প্যাক্ট হল একটি অলাভজনক সংস্থা। যেখানে ৪০০+ অধ্যায় নিয়ে বিশ্বের ৪০ টি দেশে উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ দিয়ে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করছে। সেদিক থেকে চিন্তা করেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই সংস্থার একটি শাখা চালু করেছে এবং তাতে সফলতার সাথে পর পর দুইটি অনলাইন সেশন শেষ করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাখাওয়াত উল্লাহ বাঁধন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সফিউল বাশার সাব্বির। ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদুল ইসলাম।

সংস্থাটির সভাপতি সাখাওয়াত উল্লাহ বাঁধন বলেন, আমরা চাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশসহ বাংলাদেশের বাইরের বেশ কিছু পরিচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সফল উদ্যোক্তাদেরকে এনে অনেক ইভেন্ট করতে। এতে করে সকল ছাত্রছাত্রীরা পড়াশুনা চলাকালীন তাদের নিজেদেরকে যোগ্য করে তুলতে পারবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ