বিশেষ প্রতিনিধি : আব্দুস সালাম
ঢাকার সাভারে কলেজ ছাত্রকে কুপিয় হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসীরা। সোমবার (৬ জানুয়ারি) সন্ধায় রাফি(১৭) পিতা নজরুল ইসলাম নামের জাহাঙ্গীরনগর কলেজের ছাত্রকে বুকে, পিঠে ও দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায় সন্ধায় দিকে রাফি কে সন্ত্রাসীরা হামলা করে পালিয়ে যায়। সাভার পৌরসভার ১নং ওয়ার্ড খালেক চেয়ারম্যান এর পুকুরপাড় নামক এলাকায়।
রাফি কে জনতা উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত রাফির পিতা ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা(ডিবি) পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম বলে জানা যায়।
নজরুল ইসলাম সাভারের সবুজাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান চলছে।