আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

ফিন্ডল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বার্তা

 

আন্তর্জাতিক ডেস্ক:

ঐতিহাসিক ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ফিন্ডল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম

ঐতিহাসিক ছয়-দফা দিবস আজকে। ১৯৬৬ সালের ৭ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

৭জুন এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর’র গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়।

ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে ফিল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাইনুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ