আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পাগলাপীরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেলপার নিহত

 

মাহমুদুল হাসান ইউসুফ, রংপুর জেলা প্রতিনিধি :

রংপুর- দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ির হেলপার নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছেন। রংপুর সদর উপজেলার পাগলাপীরে এ ঘটনা ঘটে গতকাল।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল পৌনে আটটার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী ‘হৃদয় তাহসান’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৬৯) রংপুর- দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের বকুল তলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার মোঃ রনি মিয়া (২২) নিহত হন। পুলিশ জানায়, নিহত রনি লালমনিরহাট জেলার সদর থানাধীন সেবুডারী গ্রামের মিজু আহমেদের ছেলে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ নিহত হেলপারকে উদ্ধার করে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শামসুজ্জোহা জানান, শনিবাবার সকাল ৭টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কে উদ্ধার করি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন, এনারা হলেন, মোঃ সিদ্দিকুর রহমান (২২), মোঃ মাহবুব (২৩) ও শ্রী নিপেন্দ্র নাথ (৩০)। মহাসড়কের উপর বাসটি উল্টে গেলে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ক্রেন দিয়ে বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটি তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ