আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

গ্রামীণ রাস্তা পাকাকরণ আওয়ামী লীগের উন্নয়নের প্রতীকঃ এমপি এনামুল হক

 

আলমগীর হোসেন,বাগমারা প্রতিনিধি:

 

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, গ্রামের একটি রাস্তাও কাঁচা থাকবে না। প্রতিটি রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল ‘প্রতিটি গ্রাম হবে শহর’। সেই লক্ষ্য নিয়ে গ্রামকে শহরে রূপান্তরে কাজ করে চলেছে আওয়ামী লীগ সরকার।
আজ শনিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়ে মাড়িয়া-হাতরুম পর্যন্ত গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এমপি এনামুল হক বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন মানে দেশের অর্থনীতির উন্নয়ন। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব না। আওয়ামী লীগ সরকারের মেয়াদে উপজেলা প্রত্যন্ত অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া লেগেছে, তা কল্পনাতীত। দেশের আপামর জনসাধারনের সার্বিক উন্নয়ন কেবল আওয়ামীলীগ সরকারের হাত ধরেই সম্পন্ন হচ্ছে।
এক কোটি ৩২ লাখের অধিক টাকা ব্যয়ে রাস্তাটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
রাস্তার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, এলজিইডির সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কছিমুদ্দীন সরদার, আ’লীগনেতা এস.এম.এনামুল হক, আফজাল হোসেন, আবু সাইদ, শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, আবু সাইদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম এবং জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম।
উদ্বোধন শেষে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ