আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা যুদ্ধে মাতৃভূমির টানে ডাঃ ফেরদৌস খন্দকার

 

ইগ্নেসিউস পার্থ ডি কস্তা :

দেশের প্রতি ভালবাসা রেখে নিউইয়র্ক থেকে বাংলাদেশে চিকিৎসা দিতে আসছেন ডাঃ ফেরদৌস খন্দকার ও তার টিম।

বিশ্বের অন্যতম এক করোনাযোদ্ধার নাম ডাক্তার ফেরদৌস খন্দকার। ইতি মধ্যে তিনি তার স্বাস্থ্যসেবা মূলক কাজের মাধ্যমে আমেরিকার নিউইয়র্ক শহরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোরন সৃষ্টি করেছেন। নিউইয়র্কের করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, আর বাংলাদেশের পরিস্থিতি অবনতির পথে। নিজ জন্মভূমির এই পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি অভিজ্ঞ চিকিৎসক দল নিয়ে আজ শনিবার বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরছেন তিনি। এবার নিজ দেশের মানুষকে করোনা থেকে বাঁচানোর যুদ্ধে শামিল হবেন তিনি।
ডাঃ ফেরদৌস খন্দকার ইতিমধ্যে তার ফেইসবুক পেইজের মাধ্যমে বিষয়টি অবগত করেছেন।

ডাঃ ফেরদৌস খন্দকার তার ফেইসবুক পেইজের ওয়ালে এ উল্লেখ করেন –

” কি লাভ এত করে? মানুষ প্রায়ই আমাকে এই প্রশ্নটি করে। আমি উত্তর দেই না। আমি মনে মনে তাদের উদ্দেশ্যে বলি, “তোমরা সত্যিই অভাগা। ভালোবাসার টান, মায়ের প্রতি, দেশের প্রতি; সেটি তোমরা মনে হয় অনুভব করতেই পারলে না”। অনেকেই বলেন, “এই টাকা দিয়ে তুমিএকটা ব্যবসায় করতে পারতে, একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারতে কিংবা জমাতে পারতে। তখনো আমি একই উত্তর দেই “বোকার স্বর্গে আছো তোমরা। দুনিয়াতে মায়ের পাশে দাঁড়ানোর ক্ষমতা বা সুযোগ সবার আসে না”। আমি সেই ভাগ্যবান মানুষদের একজন হতে চেয়েছি, যারা দেশ মাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে বোঝাতে চেয়েছি:ভালোবাসা অমূল্য। বড্ড ভালোবাসি মা তোমায়। আর তাইতো এই সামগ্রীগুলো দেশের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বড় যত্ন করে নিয়ে যাচ্ছি সাথে করে। আলো আসবেই। আমি আসছি। দেখা হবে বাংলাদেশ।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ