আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

দরিদ্র মানুষের পাশে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন উত্তরখান থানা শাখা

 

ইগ্নেসিউস পার্থ ডি কস্তা:

আজ সকাল ১০ঃ০০ ঘটিকার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন উত্তরখান থানা শাখা, মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর অফিস প্রাঙ্গনে করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ দরিদ্র পরিবারের মধ্যে ভালবাসার দান স্বরুপ মাস্ক, চাল, ডাল, আটা, লবন, আলু, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করে।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশান মহাসচিব হেমম্ত আই কোড়াইয়া, মাউছাইদ মিশনের পালপুরোহীত ফাদার চঞ্চল পেরেরা, উত্তরখান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মাল্টিপারপাস সমিতির চেয়ারম্যান ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, মাউছাইদ ক্রেডিটের চেয়ারম্যান ও উত্তরখান বিসিএ ভাইস প্রেসিডেন্ট ডেবিড প্রবীণ রোজারিও, মাল্টিপারপাস সোসাইটির ভাইস চেয়ারম্যান রকি কোরাইয়া, প্যারিস কাউন্সিল সেক্রেটারী জয়া কস্তা, মাউছাইদ ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ডানিয়েল ডি কস্তা, এসোসিয়েশান নেতা কেনেডি রোজারিও, অমিত কোরাইয়াসহ এসোসিয়েশন ও মাল্টিপারপাসের উপদেষ্টাবৃন্দ।

নেতৃবৃন্দ উপহার সামগ্রী বিতরণের পর অটোরিক্সা চালক, মুদি দোকানদার, শিশু, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫০ জনের মধ্যে মাক্স বিতরণ করেন।

কর্মসূচি বাস্তবায়নে আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশান উত্তরখান থানা শাখা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ