আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চীরো বিদায় ফেনীর সন্তান প্রথিতযশা চিকিৎসক ডা. এসএএম গোলাম কিবরিয়া

 

 

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ওই কলেজেরই ইউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ফেনী শহরের মনির উদ্দিন দারোগা বাড়ীর বাসিন্দা।
তার মৃত্যুর সংবাদ টি দৈনিক আগামীর সংবাদকে নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আশ্রাফ উদ্দিন ভূঞা। তিনি জানান, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এসএএম গোলাম কিবরিয়া ঈদের দুইদিন পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হলে শুক্রবার তার শরীরে করোনা ভাইরাস সংক্রমন শনাক্ত হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।বুধবার তাঁর শরীরে প্লাজমা দেয়া হলেও অবস্থা অবনতি হওয়ায় বৃহস্পতিবার সেটি পুনরায় প্রয়োগ সম্ভব হয়নি।
আশ্রাফ উদ্দিন ভূঞা আরো জানান, রাতের মধ্যেই ডা. কিবরিয়ার মরদেহ ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মনির উদ্দিন দারোগা বাড়ি প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবার।সূত্র জানায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত কয়েকমাস ধরেই আমেরিকা প্রবাসী মেয়ের কাছে রয়েছেন তার স্ত্রী নাসরীন কিবরিয়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ