আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা জয় করে আবারো মানুষের সেবায় যোগ দিলেন ফেনীর সোনাগাজীর দুই চিকিৎসক

 

 

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

 

করোনাকে জয় করেছেন, সুস্থ হয়েছেন । সুস্থ হয়ে সাথে মানুষের সেবায় যোগ দিয়েছেন কর্মস্থলে। শুরু করেছেন মানব সেবা। আশাজাগানিয়া এ গল্পটি সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ডা. কামরুল হাসান ও ডা. জয়নব আক্তারেরর। ৩ জুন বুধবার তারা কাজে যোগ দেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৭ মে ডা. কামরুল হাসান ও ২৩ মে ডা. জয়নব আক্তারের শরীরে করোনা সনাক্ত হয়। রোগী থেকেই সংক্রমনের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা। এরপর তারা নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নেন। গত ১ জুন পরীক্ষায় তাদের নেগেটিভ রেজাল্ট আসে। সর্বশেষ পুরোপুরি সুস্থ হয়ে তারা বুধবার পুনরায় কাজে যোগ দেন। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. আরমান বিন আব্দুল্লাহ, মেডিকেল অফিসার ডা. জিনাত যুথী সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস স্বদেশপত্র কে জানান, নিয়ম মেনে চললে এবং মানষের সহযোগিতা ও ভালবাসা পেলে এ রোগ থেকে সুস্থ হওয়া কঠিন কিছু নয়। আমাদের সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাহলে আমরা করোনাকে জয় করতে পারবো

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ