আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

করোনায় ফেনীর ছেলে কাস্টমস কর্মকর্তা জসিমের মৃত্যু

 

 

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

 

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ফেনী শহরের শান্তি কোম্পানী এলাকার জসিম উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ ৩ জুন বুধবার দুপুরে নামাজে জানাযা শেষে মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন জসিম উদ্দিন মজুমদার (৫৬)। তার সংস্পর্শে স্ত্রী ও সংক্রমিত হন। অবস্থা উন্নতি না হওয়ায় দু’জনই ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় তিনি মারা যান। এর আগে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ