নিজস্ব প্রতিবেদক
নির্মাণাধীন একটি বাড়ি থেকে হাত বাঁধা নারীর হত্যার রহস্য উৎঘাটন করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে জামসিং এলাকায় অভিযান চালিয়ে ৩ ঘাতক কে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে ৩জনকে হত্যা ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এব্যাপারে আগামীকাল বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত ঢাকার সাভার পৌর এলাকার উত্তর জামসিং থেকে গত শনিবার (৩০ ডিসেম্বর) সকালে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ