আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মানবতার সেবায় তানজিন-হিরু দম্পতি

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

মানবতার সেবায় তানজিন-হিরু দম্পতি
নিজেদের ও সন্তানদের জন্য জমিয়ে রাখা অর্থ বিলিয়ে দিচ্ছেন মানবতার সেবায়।সারা বিশ্ব যখন করোনাভাইরাস সংক্রমণে দিশেহারা। অর্থনীতির চাকা যেখানে অচল হয়ে যাচ্ছে। এই দুর্যোগ কেটে যাওয়ার পরে মানুষ কী খেয়ে বাঁচবে সেটা নিয়ে যখন অর্থনীতিবিদদের ভ্রূকুঞ্চিত হচ্ছে। সেই সময় নিজেদের জমানো ও বেতনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, লবণ ও সাবান সহ নগদ অর্থ অসহায়দের বাড়িতে প্রতিনিয়ত পৌঁছে দিয়ে আসছে তানজিন-হিরু দম্পতি।

শুধু করেনা না সব সমায় অসহায় মানুষের পাশে থাকে এই দম্পতি। তানজিন-হিরু দম্পতি দুজনে শিক্ষাক স্বামী নাজমুল কায়েস হিরু অধ্যাপক, হাতীবান্ধা মহিলা কলেজ ও তার সহধর্মিণী মোছাঃ তানজিন আকতার সহকারী শিক্ষক, পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। ফলে খাদ্য সংকটে পড়েছে খেঁটে খাওয়া দুস্থ মানুষ। এমনি কিছু কর্মহীন অসহায় মানুষের পাশে গিয়ে প্রতিনিয়ত দাঁড়াচ্ছেন। প্রতিনিয়ত যা পারে এভাবে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় পৌছায় দেন।

সিংগীমারি গ্রামের রোকায়াকে এই দম্পতি সমন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হামার বাবা নাই মরি গেইছে কোন দিন চেয়ারম্যান, মেম্বার আইসে না খোঁজ খবর নিবার কিন্তু স্যার হামর সব সমায় খোজ খবর নেয় সহায়তা করে,স্যার আল্লাহ মেলা দিন বাঁচি থাকুক।

তানজিন আকতার বলেন অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছে। এ অবস্থায়কর্মহীন আসহায় দুস্থ মানুষের পাশে প্রতিনিয়ত তাদের পাশে গিয়ে দাঁড়াতে চেষ্টা করছি।

তাড়া চলমান পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ