আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বর্ণ বিবাদ -কাব্য

 

কবিতা

তোমরা কি কেবল
দিবস দেখো
সকালের সাদা আলো?
দিবস এর পরে
রাত্রীও আছে
নিকষ গভীর কালো !

একটাই আকাশ
দুই রং তার
সন্ধ্যা ও প্রভাতি।
তেমনি সাদাকালো
দুই বর্ণের
এক সে মানব জাতি।

সাদা ও কালোর
বর্ণ বিবাদে
এখনো প্রাণ যায় ঝরে!
ভুলো না এই দেহে
পচন ধরবে
মৃত্যুর কদিন পরে !

“বর্ণ, ধর্ম,জাত পাত ভুলে
মানব জাতি বাঁচুক,
কৃষাঙ্গদের অধিকারআদায়ে
নেলসন ম্যান্ডেলারা জাগুক!”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ