আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

পত্নীতলায় বিজিবি ‘র ত্রাণ বিতরণ

 

 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র উদ্যোগে অসহায় হত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (০২ জুন) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার আমবাটি ও শীতলমাঠ এলাকার এবং ধামুইরহাট উপজেলার বাদদিঘী, সাতআনা ও জগদল এলাকার মোট ৭৩০ জন খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ০৪ কেজি চাল, ০২ কেজি আটা, ০২ কেজি ডাল, ০১ প্যাকেট তেল (৫০০ মিঃ লিঃ), ০১ প্যাকেট লবন (৫০০ গ্রাম) ও ০১ প্যাকেট নুডুলস (৬৫ গ্রাম) প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ