আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

রাজশাহী  পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী আটক

 

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ

 

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন সহ দুই জন ছিনতাইকারীকে আজ ০১জুন সোমবার ভোর ০৪.০০ টার দিকে মোহনপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আটক করে। এ সময় তাদের নিকট হতে একটি চাকু জব্দ করা হয় এবং ছিনতাইকৃত একটি মোটর সাইকেল, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম (১) মোঃ আল-আরাফাত(১৯), পিতা-মোঃ রুবেল, সাং-শিরইল কলোনী, থানা-চন্দ্রীমা, রাজশাহী মহানগর ও (২) মোঃ শাকিল আহমেদ(১৯), পিতা-সিদ্দিকুর রহমান, সাং-বায়াবাজার, থানা-এয়ারপোর্ট, রাজশাহী মহানগর।

উল্লেখ্য যে, মোঃ ফারুক মন্ডল, পিতা-মোঃ আশরাফুল মন্ডল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী গত ৩১-৫-২০২০ ইং তারিখ রাত অনুমান ১১.০০ টার দিকে রাজশাহী শহর হতে নিজ বাড়িতে ফিরার পথে মোহনপুর থানাধীন বরইকুড়ি নামক স্থানে পৌছামাত্র উক্ত গ্রেফতারকৃত ছিনতাইকারী দুজন চাকু দিয়ে আঘাত করে ফারুকের নিকট হতে একটি মোটর সাইকেল, একটি ব্যাগ (ব্যাগে ২০,০০০/- টাকা ছিল) ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করাসহ মোটর সাইকেল, ব্যাগ ও মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে মোহনপুর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন
মোঃ ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রাজশাহী

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ