আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কোরোনা ভাইরাসের সংক্রামন সারা বিশ্বে

 

ফারিয়া ইসলাম সূচনা:

কোরোনা ভাইরাসে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৭২ হাজার এর বেশি এবং আক্রান্ত ৬১ লক্ষ ৬৭ হাজার|
ভয়াবহ পরিস্থিতে পরেছে ব্রাজিল কারন গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৮০ জন এবং ৫ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত| অন্যদিকে রাশিয়াতে ও আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে|
বরিশালের ” শের ই বাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালে” মৃত্যুর সংখ্যা আরো ৫ জন| গত ২৪ ঘন্টায় সিলেট মারা গেছে ২ জন এবং আরো ২৪ জন নতুন করে আক্রান্ত|
অন্যদিকে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক “শাকিল উদ্দিন আহম্মেদ” রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন|
দেশে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৪০ এবং নতুন আক্রান্ত ২৫৪৫|
সবকিছু সাভ্বাবিক এবং সঠিক নিয়ম যেনো মানা হয় সেই লক্ষ রেখেই সব জায়গাতে লকডাউন খুলে দেওয়া হচ্ছে তবে জনমানব বহুল স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ| লকডাউন উঠে যাওয়ায় সবাইকে বেশি সর্তক থাকার আহ্ববান জানান স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রানলয়|

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ