নিজস্ব প্রতিবেদক
আশুলিয়া থেকে লাবুনী আক্তার (১৯) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মাসুদ পলাতক রয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১ টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট সংলগ্ন হাজী মার্কেট এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবুনী আক্তার মাদারীপুর জেলা সদরের হগলু পাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। তিনি শারমিন গ্রুপ পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ পলাতক রয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সেই সাথে মাসুদকে আটকের চেষ্টা চলছে।