আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

স্বাস্থ্যবিধি মেনে যাত্রা শুরু করলো লালমনি এক্সপ্রেস

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

সম্প্রতি সময়ের করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘ দুই মাস পরে স্বাস্থ্যবিধি মেনে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করেছে লালমনি এক্সপ্রেস ট্রেন।

আজ রোববার (৩১ মে) নির্ধারীত সময় সকাল ১০টা ২০ মিনিটে লালমননিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি।

করোনার কারনে বাংলাদেশে অঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ করে দেয় সরকার। এতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রুটের ১৪ জোরা ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ দুই মাস পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রেখে রোববার (৩১ মে) নির্ধারীত সময়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে লালমনি এক্সপ্রেস ট্রেন।

এছাড়াও যাত্রীদের সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়েছে। চাহিদা থাকলেও স্বাস্থ্যবিধির কারণে পুরো ট্রেনটি অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এছাড়াও রেলওয়ে প্লাটফরম গেটে প্রবেশের আগে ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ ও শতভাগ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের জন্য ট্রেনে পর্যাপ্ত সাবান, পানি ও স্যানিটাইজার রাখা হয়েছে। ট্রেনটি শতভাগ হকার ও ভিক্ষুক মুক্ত হয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পরে পুনরায় যাত্রা শুরু করা লালমনি এক্সপ্রেস ট্রেনটি গার্ড আল আমিনের পরিচালনায় কমলাপুর স্টেশনের উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করে। চালক শফিউল আলম ও সহকারী চালক আবু বক্কর সিদ্দিক ট্রেন চালানোর দায়িত্বে রয়েছেন। ট্রেনে প্রবেশ ও বাহির পথ পৃথক করে সীমিত পরিসরে হলেও আগের সব স্টেশনে যাত্রাবিরতি দেবে লালমনি এক্সপ্রেস ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক তাপস কুমার দাস বলেন, সরকারি নির্দেশনা মেনে অনলাইনে টিকিট বিক্রি করে লালমনি এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। একইসঙ্গে যাত্রীদের জন্য ট্রেনে পর্যাপ্ত পরিমাণে সাবান পানি ও স্যানিটাইজার রাখা হয়েছে। প্রতিটি স্টেশনে যাত্রীদের তাপমাত্রা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পৃথক করা হয়েছে ট্রেনে প্রবেশ ও বাহির পথ। পাশের সিট অবিক্রিত রেখে শারীরিক দূরত্ব রাখা হয়েছে। সব মিলে সব নির্দেশনা মেনেই যাত্রা শুরু হয়েছে ট্রেনের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ