আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৭০

 

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৭০। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। এই বোর্ডে এবার গত বছরের চেয়ে পাশের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। গতবছর (২০১৯) সালে পাশের হার ছিল ৭৭.৪১। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন। ছেলেদের চেয়ে পাশের হারে এবং জিপিএ-৫ উভয় দিকে এবার এগিয়ে মেয়েরা। পাশের দিকে মেয়েদের শতকরা হার ৮২ দশমিক ৬৭ আর ছেলেরা ৭৬ দশমিক ৭২। এদিকে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা ২ হাজার ৩’শ ৭৪টি আর ছেলেরা পেয়েছে ২ হাজার ১’শ ৯টি। এবার মোট পরীক্ষায় অংশগ্রহন করেছিল ১লাখ ১২ হাজার ৪’শ ৩৬ জন। আর পাশ করেছে ৮৯ হাজার ৬’শ ১৬ জন। আজ ‌রোববার সকাল সা‌ড়ে ১০টায় ফলাফ‌লের প‌রিসংখা‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ